মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ - ১৪:০৪
সিরিয়ার সামরিক ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলার দৃশ্য

হাওজা / ‘টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, বাশার আল-আসাদের পতনের পর ইসরায়েলি বাহিনী তাদের ইতিহাসে সিরিয়ায় সবচেয়ে ভয়াবহতম হামলা চালিয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসরায়েল বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কসহ বিভিন্ন অঞ্চলের ২৫০টিরও বেশি সামরিক স্থাপনা টার্গেট করে হামলা চালানো শুরু করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন, তেল আবিবের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রাষ্ট্র নিয়ন্ত্রিত ইসরায়েলি আর্মি রেডিওকে জানিয়েছে, গত দুই দিনে

রাজধানী দামেস্কসহ সিরিয়ার ২৫০টিরও বেশি সামরিক স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে।

সোমবার সিরিয়ার ভূমধ্যসাগরীয় লাতাকিয়া বন্দরের কাছে একটি বিমান প্রতিরক্ষা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় তেল আবিব।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা টেলিভিশন জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় দামেস্কের কাছে একটি গ্রামে চারটি বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া, দামেস্কের নিকটে তিনটি সামরিক ঘাঁটি টার্গেট করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সৈন্যরা। হামলায় ঘাঁটিগুলো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে একাধিক গণমাধ্যম।

এদিকে, ইসরায়েলের এসব হামলা এবং গোলান মালভূমির সিরিয়া নিয়ন্ত্রিত এলাকাগুলো দখলে নেয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার ও ইরাক।

সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গোলান মালভূমির সিরিয়া নিয়ন্ত্রিত এলাকায় ইসরায়েলি অনুপ্রবেশকে ‘একটি বিপজ্জনক পদক্ষেপ এবং সিরিয়ার সার্বভৌমত্বের ওপর নির্লজ্জ আক্রমণ, পাশাপাশি এটাকে দোহা আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে মনে করে কাতার।

সৌদি আরবও ইসরায়েলি পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইসরায়েলি পদক্ষেপ আন্তর্জাতিক আইনের ক্রমাগত লঙ্ঘন এবং সিরিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারের সম্ভাবনাকে দূরে ঠেলে দিয়েছে।

অপর দিকে বাগদাদ ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, তেল আবিব ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ করেছে।

সূত্র: আল-জাজিরা ও টাইমস অব ইসরাইল

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha